রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ওরেনবার্গ কেন্দ্রটি রাশিয়ার অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনা। ড্রোন হামলার পর কাজাখস্তান থেকে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
হতে সংগৃহিত
রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইনের বাহিনী। শনিবার রাতে (স্থানীয় সময়) ওরেনবার্গ অঞ্চলে এই হামলার পাশাপাশি সামারার একটি তেল শোধনাগারও নিশানায় নেয় তারা।
রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ওরেনবার্গ কেন্দ্রটি রাশিয়ার অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনা। ড্রোন হামলার পর কাজাখস্তান থেকে সেখানে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
ওরেনবার্গের গভর্নর ইয়েভগেনি সোলন্টসেভ বলেন, হামলায় স্থাপনাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ওয়ার্কশপে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গত অগাস্ট থেকে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেইন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার জ্বালানি খাতকে অচল করার কৌশল নিয়েছে কিইভ। তবে ওরেনবার্গ গ্যাস কেন্দ্রটি এর আগে কখনও ইউক্রেইনের নিশানায় ছিল না।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাত থেকে তারা মোট ৪৫টি ইউক্রেইনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ১২টি সামারায়, ১১টি সারাতোভে এবং একটি ওরেনবার্গে।
ইউক্রেইনের সেনাবাহিনী গ্যাস কেন্দ্রটিতে বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে। রাশিয়ার এই কেন্দ্রে হামলার খবর এটিই প্রথম। সেখানে ওরেনবার্গের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সও আছে।
