রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে হবে।
সংগৃহিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২০ নভেম্বর। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
রোববার জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ জানুয়ারি ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ (মানবিক) ইউনিটে, ও ২৪ জানুয়ারি ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে প্রত্যেক প্রার্থীকেই তার এইচএসসি শাখার জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
মানবিক ও বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ প্রয়োজন।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীদের জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। জিসিই (O লেভেল) পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং (A লেভেল) পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। মোট ৭টি বিষয়ের মধ্যে অন্তত ৪টিতে B গ্রেড এবং ৩টিতে C গ্রেড থাকা বাধ্যতামূলক।
ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের চূড়ান্ত আবেদনকালে অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এছাড়া ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত শর্তও প্রযোজ্য হবে।
‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ হাজার ১০০ টাকা এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ১ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ফি’র সঙ্গে ১০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের। এক ঘণ্টায় ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও বিকেএসপি কোটায় আবেদন করতে ইচ্ছুকদের অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাবে।
