এরই মধ্যে সেখানে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যদের দায়িত্ব পালনের তথ্য দিয়েছেন ডিএমপির কর্মকর্তারা।
হতে সংগ্রহিত
হুমকির ‘সুনির্দিষ্ট তথ্য’ পাওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বেশ কিছু সদস্যকে মোতায়েনের তথ্য দিয়েছেন ডিএমপির একাধিক কর্মকর্তা।
এরই মধ্যে সেখানে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরাও রয়েছেন বলে ওই কর্মকর্তারা জানান।
সোয়াটের সদস্যরা বিশেষায়িত অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এবং তাদের কাছে সে ধরনের ভারী অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম রয়েছে।
পুলিশের গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে নিরাপত্তা ঝুঁকিটি কী ধরনের এবং সুনির্দিষ্ট হুমকির তথ্যটি কী তা বলেননি এসি মাসুদ কিংবা অন্য কর্মকর্তারা।
