“আমার সঙ্গে মোবাইল, ল্যাপটপ ছিল, এসবের কিছুই তারা নেয়নি। যে কারণে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টাও মনে হচ্ছে না,” বলেন প্রতিবেদক মাসুম।
হতে সংগৃহিত
রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর মাধবদীতে হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা মোটরসাইকেল আটকে তাকে মারধর করে।
এ ঘটনায় নরসিংদী ১০০ শয্যার জেলা হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
এলোপাথাড়ি মারধরে ওবায়দুর মাসুম পিঠে, বাহুতে ও ডান পায়ে আঘাত পেয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে মাসুম বলেন, অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে মোটরসাইকেলে ফিরছিলেন। মাঝে বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে তার বাইকের গতিরোধ করে।
“কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক থেকে দুজন নেমে আমার পিঠে, বাহুতে, ডান পায়ে পেটায়। এরমধ্যে একজন গালিগালাজ করে। গালি দিয়ে বলে, খুব বড় সাংবাদিক হইছে।“
তিনি বলেন, এসময় তার মোটরসাইকেলের সামনের অংশও ভাঙচুর করে অপরিচিত ওই ব্যক্তিরা। পরে তারা দ্রুত বাইক ঘুরিয়ে ঢাকার দিকে চলে যান।
মাসুম বলেন, “আমার সঙ্গে মোবাইল, ল্যাপটপ ছিল, এসবের কিছুই তারা নেয়নি। যে কারণে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টাও মনে হচ্ছে না। পেশাগত কোনো কারণে হয়ত এমনটা হতে পারে, এছাড়া কোনো কারণ খুঁজে পাচ্ছি না।”
নরসিংদী ১০০ শয্যার জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু হাসনাত মো. সায়েম বলেন, সাংবাদিক মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি শঙ্কামুক্ত।
