রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে।
হতে সংগৃহিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হলেও একটি কেন্দ্রে ভোটারদের লাইন থাকায় সেখানে ভোটগ্রহণ করা হচ্ছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের কেন্দ্রে ৪টার পরও লাইনে অন্তত ৫০ জনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কেন্দ্রটির দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, “যারা ৪টার মধ্যে লাইনে দাঁড়িয়েছেন, তাদের ভোট নেওয়া হচ্ছে। নতুন করে কাউকে আর লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।”
নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিকাল সাড়ে ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তাদের ভোট নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়। ৪টার পর লাইনের দাঁড়ানোর সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র ৪টায় বন্ধ করা হবে।”
বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিকাল ৪টার পরও কেউ ভোটের লাইনে থাকলে তারও ভোটগ্রহণ করা হবে। বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হবে। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হবে।
ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে।
সকালে ভোটগ্রহণ শুরুর সময় ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলসহ কয়েকজন প্রার্থীর ছোটখাট কিছু অভিযোগ থাকলেও তা ভোটে বড় কোনো প্রভাব তৈরি করেনি।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সবমিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।
ভোট তথ্য
>> সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে
>> ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন
