প্রক্টর কার্যালয় জানিয়েছে, ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা থাকবে।
হতে সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ দায়িত্ব পালন করবেন।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কমিশনার বলেন, “এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করতেছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে। সামগ্রিক বিষয়ে বিস্তারিত বুঝে আমরা পরবর্তীতে পরিকল্পনা সাজাবো।”
এর পাশাপাশি প্রক্টর কার্যালয় জানিয়েছে, ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘স্টুডেন্ট পুলিশিং কমিউনিটি’র পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ৪০ জন শিক্ষকের একটি প্রক্টরিয়াল টিমও সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “আমরা নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সব আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। নির্বাচনের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।”
এর আগে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী, সোমবার থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত প্রচার চলবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।