নতুন মৌলিক গান প্রকাশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রফিকুল আলম।
সংগৃহিত
সংগীতশিল্পী রফিকুল আলমের কণ্ঠে শোনা যাচ্ছে ‘পাহাড়ের কান্না’ ও ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ শিরোনামের দুইটি মৌলিক গান।
‘পাহাড়ের কান্না, ঝরনা হয়ে ঝড়ে পড়ে, আকাশের কান্না বৃষ্টি হয়ে শুধু ঝড়ে’ এমন কথার গানটি লিখেছেন আরিফ হোসেন বাবু। গানের সুরও করেছেন তিনি।
‘পাহাড়ের কান্না’ গানটি শোনা যাচ্ছে অরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।
এই শিল্পীর গাওয়া আরেকটি গান শোনা যাচ্ছে রিলিজ টপিক ইউটিউব চ্যানেলে।
‘সকাল সন্ধ্যার চায়ের চুমুকে, তুমি আজ পাশে নেই, তাইতো কাছের টুং-টাং শব্দ হারিয়েছে কবে সেই’-এ গানটি লিখেছেন ফারুক আনোয়ার। সুর ও সংগীত করেছেন সম্রাট আহমেদ।
গান দুইটি প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করে রফিকুল আলম জানিয়েছেন, নতুন মৌলিক গান প্রকাশে তিনি ভীষণ আনন্দিত।
“‘পাহাড়ের কান্না ও ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ দুইটি গানেরই কথা আমার খুব ভালো লেগেছে। মৌলিক গান এখন খুব বেশি করা হয় না, এই গান দুইটি করতে পারা আমার কাছে আনন্দের। দুইটি গান নিয়েই আমি আশাবাদী। শ্রোতা-দর্শককের গান দুইটি ভালো লাগবে।”
‘বৈশাখী মেঘের কাছে’,‘এক হৃদয়হীনার কাছে’, ‘আশা ছিল মনে মনের মত, ‘তুমি আমার মনের মানুষ’, ‘এক নদীরই উজান-ভাটি, আমরা দুটি ধারা’। কবি শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’, ‘অঙ্গে দিলাম ফাগুন ঢলো ঢলো’ সহ বহু জনপ্রিয় গান রয়েছে রফিকুল আলমের ঝুলিতে।
তিনি ২৮টি ভাষায় গান করেছেন এবং প্রায় তিনশ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। সব মিলিয়ে দুই হাজারের বেশি গান করেছেন এই শিল্পী।
