
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও ভালো ফলাফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এবার জেলায় পাসের হার ৬৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ২৬ জন পরীক্ষার্থী।
এর মধ্যে শতভাগ পাসের তালিকায় রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ ও মানবিকের ২ জন শিক্ষার্থী রয়েছে।
এছাড়াও কারমাইকেল কলেজ থেকে এবার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৮৮ জন।
রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৭৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৮১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ৪৮১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।
এদিকে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় এমন ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।
প্রসঙ্গত, এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।
এবার মোট ৬৬৬টি কলেজের মধ্যে পাসে শূন্য (শতভাগ অকৃতকার্য) কলেজের সংখ্যা ৪৩টি। যা গত বার ছিল ২০টি। অর্থ্যাৎ এবার ২৩টি কলেজে কেউই পাস করতে পারেনি। আর শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্র পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।