ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী বাসটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশে পিলারে আটকে যায় বলে জানায় পুলিশ।
সংগৃহিত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় উল্টো পথে আসা বাসের চাপায় এক ইজিবাইক চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন এক যাত্রী।
বুধবার সকাল ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহত মোতালেব হোসেন (৩৫) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিত তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ‘ভাই ভাই মুরাদ ক্লাসিক’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইকরচালী বাসস্ট্যান্ডে উল্টো পথে ঢুকে পড়ে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোতালেব মারা যান। আহত হয়েছেন ইজিবাইকের এক যাত্রী।
প্রত্যক্ষদর্শী চা দোকানি মফিজার রহমান বলেন, “আমার দোকানের সামনেই ঘটনাটি ঘটে। সকালে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাল। হঠাৎ একটি বাস সড়কে বাম থেকে ডান দিকের পথে দ্রুত গতিতে ঢুকে যায়। এ সময় ডান দিক থেকে আসা একটি ইজিবাইককে বাসটি চাপা দেয়।”
পাশের আরেক দোকান মালিক জিয়াউর প্রামনিক বলেন, “প্রায় দেখি উল্টো পাশ দিয়ে গাড়ি এই স্ট্যান্ডে ওভারটেক করে। এর আগেও এমন দুর্ঘটনায় প্রাণ গেছে অনেকের। কিন্তু এগুলো বন্ধ করার উপায় নাই।”
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপর বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
