গত বছর যেখানে কোনো মডেল বাদ পড়েনি সেখানে এবার ২০১৮ সালে মুক্তি পাওয়া তিনটি আইফোন আইওএস ২৬ এ তালিকা থেকে বাদ পড়ছে।
হতে সংগৃহীত
প্রযুক্তি অনুরাগীদের কাছে প্রতি বছরই অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম এক ধরনের অপেক্ষার প্রহর। সেই অপেক্ষারই অবসান হতে চলেছে, ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের আইওএস ২৬ এবং আইপ্যাডওএস ২৬।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, সোমবার থেকে আসা আপডেটে বেশ কিছু বড় পরিবর্তন রয়েছে। সবচেয়ে আলোচিত ফিচার ‘লিকুইড গ্লাস’, এটি অনেকটা পুরনো উইন্ডোজ ভিসতার ডিজাইনের মতো মনে হতে পারে। এ ছাড়া আরও নানা নতুন ফিচার যুক্ত হয়েছে যা এরইমধ্যে হাতে-কলমে পরীক্ষা করে দেখা গেছে।
তবে খারাপ খবর হলো, এ বছর কিছু পুরনো আইফোন আর আইওএস ২৬-এর সুবিধা পাবে না। গত বছর যেখানে কোনো মডেল বাদ পড়েনি সেখানে এবার ২০১৮ সালে মুক্তি পাওয়া তিনটি আইফোন বাদ পড়ছে তালিকা থেকে। এগুলো হলো- আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স।
অন্যদিকে, ২০১৯ বা পরবর্তী সময়ে ঘোষিত সব আইফোনে আইওএস ২৬ ব্যবহার করা যাবে। এর মধ্যে আছে আইফোন ১১ সিরিজ থেকে শুরু করে সর্বশেষ আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার পর্যন্ত।
যেসব ডিভাইস আইওএস ২৬ ব্যবহারযোগ্য
আইফোন এসই এর দ্বিতীয় প্রজন্ম বা এর পরবর্তী, আইফোন ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স, আইফোন ১২, ১২ মিনি, ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, ১৩ মিনি, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো, ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্স, ১৬ই, আইফোন ১৭, ১৭ প্রো, ১৭ প্রো ম্যাক্স, আইফোন এয়ার।
আইপ্যাডওএস ২৬ সমর্থিত আইপ্যাড
আইপ্যাড প্রো (এম৪), আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (৩য় প্রজন্ম বা পরবর্তী), আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (১ম প্রজন্ম বা পরবর্তী), আইপ্যাড এয়ার (৩য় প্রজন্ম বা পরবর্তী, এম২ ও এম৩ সহ), আইপ্যাড মিনি (৫ম প্রজন্ম বা পরবর্তী, এ১৭ প্রো সহ)
নতুন সংস্করণে থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে অন্যতম লিকুইড গ্লাস ডিজাইন। হোম স্ক্রিনে নতুন আইকন, ডার্ক মোড, অল-ক্লিয়ার অপশন এবং ভাসমান স্টাইলের বাটন যোগ হয়েছে। ফোন অ্যাপও পাচ্ছে বড় ধরনের ডিজাইন যেখানে কন্টাক্ট, রিসেন্ট কল ও ভয়েসমেইল একসঙ্গে দেখা যাবে। নতুন হোল্ড অ্যাসিস্ট ফিচার জানিয়ে দেবে কখন কল সেন্টারের এজেন্ট ফোন ধরেছে, যাতে বিরক্তিকর মিউজিক শুনতে না হয়।
ভাষাগত ভেদাভেদও এবার দূর হবে। লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কল বা টেক্সট মেসেজে অন্য ভাষাভাষীর সঙ্গে রিয়েল টাইমে আলাপচারিতা করা যাবে। ‘মেসেজেস’ অ্যাপে আসছে ‘পোলস’ ফিচার।
লক স্ক্রিনেও নতুন থ্রিডি ওয়ালপেপার, আকর্ষণীয় ক্লক ডিজাইন আরও বেশি উইজেট আর উন্নত ফোকাস মোডের অপশন। অ্যালার্মে ৯ মিনিটের বাধ্যতামূলক স্নুজ এখন ব্যবহারকারীরা চাইলে ১ থেকে ১৫ মিনিট পর্যন্ত নিজেদের মতো করে স্নুজ সেট করতে পারবেন।
ক্যামেরা অ্যাপও পেয়েছে নতুনত্ব। ছবি তোলার সব বোতাম ও মেনু এখন হাতের নাগালে। নতুন ফিচার জানিয়ে দেবে লেন্স বেশি ময়লা হলে। আর স্ক্রিনশটে এসেছে একেবারেই চমকপ্রদ পরিবর্তন। এখন থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি গুগলে খুঁজে পাওয়া যাবে কোনো প্রোডাক্ট বা পোশাক। এমনকি চ্যাটজিপিটিকেও প্রশ্ন করা যাবে ‘রিভার্স ইমেজ সার্চ’র ঝক্কি ছাড়াই।
সব মিলিয়ে বলা যায়, আইওএস ২৬ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ভিজ্যুয়াল আকর্ষণ, নিরাপত্তার নিশ্চয়তা আর নতুন নতুন স্মার্ট টুলস। নতুন আইফোন না কিনলেও আপডেট পাওয়া ডিভাইসগুলোতে এর স্বাদ নিতে পারবেন ব্যবহারকারীরা।