নিহত সাজ্জাদের বাবা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৪/৪০ জনকে আসামি করে মামলা করেছেন বলে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন।
সংগৃহিত
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকলিয়া থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত সাজ্জাদের বাবা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৪/৪০ জনকে আসামি করে মামলা করেছেন।
ওসি ইখতিয়ার বলেন, “হত্যাকাণ্ডের পরপর পুলিশের বিভিন্ন দল অভিযান চালিয়ে এজাহার নামীয়সহ আট জনকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে রয়েছেন, সবুজ ইসলাম মিরাজ (২৪), সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২৩), তামজিদুল ইসলাম সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮), মো. দিদার (৪২)।
তাদের মধ্যে ওসমান ও দিদার ছাড়া অন্যরা এজাহারনামীয় আসামি।
স্থানীয়রা জানান, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলার চেষ্টা করেন। এসময় বোরহান ও তার পক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষের শুরু হয়।
এতে সাজ্জাদসহ ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হয়।
