সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ)-এর আওতায় প্রতি ৮ জনে একজন মার্কিনি সুবিধা পান। নভেম্বর থেকে তারা আর এই সুবিধা পাবেন না।
সংগৃহিত
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে আগামী সপ্তাহ থেকে খাদ্য সহায়তা বন্ধ হতে চলেছে। এই প্রকল্পের আওতায় ৪ কোটির বেশি মানুষ খাদ্য সহায়তা পেতেন।
কিন্তু নভেম্বর থেকে তারা আর এই সুবিধা পাবেন না বলে জানিয়েছে মার্কিন কৃষি দপ্তর। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘সরকারি সাহায্যের থলি তলানিতে পৌঁছে গেছে।’’ কৃষি দপ্তর এই অচলাবস্থার জন্য সেনেটের ডেমোক্র্যাটদের দোষারোপ করেছে।
বিবিসি লিখেছে, ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ)-এর আওতায় প্রতি ৮ জনের মধ্যে একজন মার্কিনি সুবিধা পান।
সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ (সিবিপিপি)- এর তথ্যমতে, এই প্রোগ্রামের মাধ্যমে চার সদস্যের একটি পরিবার গড়ে মাসে ৭১৫ ডলার (প্রায় ৫৪০ পাউন্ড) পায়।
তাছাড়া, মানুষকে পুনরায় অর্থ ভরা যায় এমন ডেবিট কার্ডও দেওয়া হয় যা দিয়ে প্রয়োজনীয় খাবার কেনা যায়। স্ন্যাপ প্রোগ্রামের আওতায় নিম্ন আয়ের পরিবারগুলো এই ডেবিড কার্ড পেয়ে থাকে।
এই কার্ডে কেন্দ্রীয় সরকার থেকে প্রতিমাসেই খাবার কেনার জন্য তহবিল ভরে দেওয়া হয়। অনেক মুদিখানার বাজেটেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনে জরুরি তহবিলের জমানো অর্থ খরচ করতে অস্বীকৃতি জানিয়েছে।
তাদের যুক্তি, এই অর্থ ভবিষ্যৎ কোনও প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি অবস্থা মোকাবেলার জন্য জমিয়ে রাখা হয়েছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি তহবিলের অর্থ ব্যবহার করতে না দেওয়ার নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটেরা। কংগ্রেস সদস্য রোসা ডি লাউরো ও অ্যাঞ্জি ক্রেগ এই সিদ্ধান্তকে ‘‘নিষ্ঠুর ও বেআইনি’’ বলে সমালোচনা করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এমনকি শাটডাউনের মধ্যেই আর্জেন্টিনাকে অর্থ সহায়তা দেওয়া এবং হোয়াইট হাউজে নতুন বলরুম তৈরির মতো কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তারা।
সোমবার যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা বা শাটডাউন ২৭তম দিনে পড়েছে। দেশটির ইতিহাসে এটিই দ্বিতীয় দীর্ঘতম শাটডাউন।
