দমকল কর্মীরা কারখানাটি থেকে বের হওয়া আগুনের শিখা ও ধোঁয়ার সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালায়।

Published : 12 Aug 2025, 09:58 AM
যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের কাছে একটি ইস্পাত কারখানায় একাধিক বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।
রয়টার্স জানায়, মোনঙ্গাহিলা নদীর তীরে ক্লেয়ারটন কোক ওয়ার্কসের বিস্তৃত শিল্প কমপ্লেক্সে স্থানীয় সময় সোমবার সকাল ১১টার একটু আগে বিস্ফোরণগুলো ঘটে। দমকল কর্মীরা কারখানাটি থেকে বের হওয়া আগুনের শিখা ও ধোঁয়ার সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালায়।
ক্লেয়ারটন কোক ওয়ার্কস জাপানের নিপ্পন স্টিলের অধীন ইউএস স্টিলের একটি কারখানা।

বিস্ফোরণের পর লাগা আগুন নেভাতে কাজ করছেন দমকল কর্মীরা। ছবি: রয়টার্স
প্রথমে জানানো হয়েছিল, দুইজন নিখোঁজ আছেন। পরে তাদের মধ্যে একজনকে পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন অ্যালেগেনি কাউন্টি পুলিশের সহকারী সুপার ভিক্টর জোসেফ। নিখোঁজ অপর জনকে পরে মৃত অবস্থায় পাওয়া যায়।
কী কারণে এসব বিস্ফোরণ ঘটতে পারে তা নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
জোসেফ বলেছেন, “এটি এখনও একটি উদ্ধারকারী মিশন।”
তিনি জানান, বিস্ফোরণ নিয়ে তদন্তটি ‘সময়সাপেক্ষ প্রযুক্তি তদন্ত’ হতে পারে’।
ইউএস স্টিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডেভিড বুররিট এক বিবৃতিতে বলেছেন, বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে কোম্পানিটি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

বিস্ফোরণের পর মোনঙ্গাহিলা নদীর তীরে ক্লেয়ারটন কোক ওয়ার্কসের শিল্প কমপ্লেক্স। ছবি: রয়টার্স
পেনসিলভ্যানিয়ার গভর্নর জোশ শাপিরো এক্স এ এক পোস্টে জানিয়েছেন, কারখানাটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে আর তার প্রশাসন স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
রয়টার্স জানিয়েছে, আহতদের আঘাত কতোট গুরুতর তা জানা যায়নি কিন্তু খবরগুলোতে বলা হয়েছে, আহত বেশ কয়েকজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইউএস স্টিল ১৯ শতকের শেষ দিক থেকে পিটসবার্গ শহর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণে এই এলাকাটিতে ইস্পাত উৎপাদন করে আসছে। দীর্ঘদিন ধরে এলাকাটি আমেরিকান স্টিল সিটি নামে পরিচিত। কিন্তু গত কয়েক দশকে শিল্পটির পতন হয়েছে, এতে শিল্প কমপ্লেক্সটির অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, কয়েকটিতে পুনর্গঠন চলছে।
জুনে জাপানের বৃহত্তম ইস্পাত নির্মাণ কোম্পানি নিপ্পন স্টিল এক হাজার ৪৯০ কোটি ডলারে ইউএস স্টিলের মালিকানা কিনে নিয়েছে।