আসিয়ান সম্মেলনের সাইডলাইনে রোববার দুই নেতার বৈঠক হয়েছে।
সংগৃহিত
ব্রাজিল ও যুক্তরাষ্ট্র যে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিয়েছেন বলে জানিয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
দুই নেতার মধ্যে হওয়া এক বৈঠকে ট্রাম্প এ নিশ্চয়তা দিয়েছেন, সোমবার লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের সাইডলাইনে হওয়া এক ব্রিফিংয়ে লুলা বলেন, তার সঙ্গে রোববার ট্রাম্পের আলোচনা বেশ ভালো হয়েছে এবং দুই দেশের মধ্যে চুক্তি এত দ্রুতগতিতে হতে পারে যে ‘কেউ হয়তো কল্পনাও করতে পারবে না’।
ব্রাজিল সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সাজা দেওয়ায় যুক্তরাষ্ট্র লাতিনের দেশটির পণ্যে মোট ৫০% শুল্ক আরোপ করেছে।
লুলা বলছেন, ব্রাজিলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ছিল ‘ভুল’।
তবে ট্রাম্পের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী, এমনকী তিনি ভেনেজুয়েলা প্রসঙ্গেও যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান।
“আমি তাকে বলেছি যে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হিসাবে ব্রাজিলের অভিজ্ঞতা বিবেচনা নেওয়া খুবই জরুরি, প্রায় সমগ্র দক্ষিণ আমেরিকাকেই প্রতিবেশী হিসাবে পাওয়া (ব্রাজিল) অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশও,” বলেছেন তিনি।
রোববারের লুলা-ট্রাম্প বৈঠকের পর ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিইরা বলেছেন, ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার মধ্যে বাণিজ্য আলোচনা দ্রুতই শুরু হতে যাচ্ছে, এবং আলোচনা চলাকালে মার্কিন শুল্ক যেন স্থগিত রাখা হয় ব্রাজিল সে বিষয়ে অনুরোধ জানিয়েছে।
তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র সাড়া দিয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি আল জাজিরা।
বৈঠকে বোলসোনারো প্রসঙ্গে উঠেইনি, বলেছেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মারসিও রোসা।