শিগগিরই দেশেও ‘নিশির’ প্রদর্শনী হবে।
হতে সংগৃহিত
যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে
পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘নিশি’।
এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে স্টুডেন্ট ক্যাটাগরিতে সিনেমাটি পুরস্কার পেয়েছে।
‘নিশি’ যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।
পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫ তম আসরে পুরস্কার জিতেছে আমাদের ‘নিশি’। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমা এই পুরস্কার অর্জন করল। এটা বাংলাছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়।’
শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস এঞ্জেলসে সিনেমাটির প্রদর্শনী হয় এবং সেখানেই এই পুরস্কার ঘোষণা করা হয়।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পুরস্কার পাওয়ার মাধ্যমে ’নিশি’ সিনেমাটি বিশ্বের সেরা তিনটি ‘স্টুডেন্ট ফিল্মের একটিতে স্থান করে নিয়েছে’।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘নিশি’।
সিনেমার চিত্রনাট্যে রয়েছে এক চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এই ঘটনা ঘিরে শুরু হয় নানা সংকট।
সিনেমার দৃশ্যধারণ হয়েছে সিলেটের একটি চা বাগান ও তার আশপাশের কয়েকটি জায়গায়।
এতে অভিনয় করেছেন, নিশি, বিশ্বজিৎ, গণেষ, ভারতী। এই সিসেমায় চা বাগানের শ্রমিকেরাও কাজ করেছেন।
পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে এই সিনেমার চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।
নির্মাতা রাব্বানী আরও জানিয়েছেন, ‘নিশি’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে।
রাব্বানী বলেছেন, শিগগিরই দেশেও ‘নিশির’ প্রদর্শনী হবে।
এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য দুইটি ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
