অস্বাভাবিক হারে পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই, বলছেন পাউবোর একজন প্রকৌশলী।
হতে সংগৃহিত
উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে নদীর পানি প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে বাড়ায় তীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
রোববার থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানিয়েছেন।
এ অবস্থায় আবাদি জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

পাউবোর প্রকৌশলী নাজমুল বলেন, হঠাৎ করে মঙ্গলবার ভোর ৬টায় যমুনা নদীর পানি কাজিপুর পয়েন্টে ৭৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার এবং হার্ডপয়েন্ট এলাকায় ৬৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও ভোর ৬টার পর থেকে নদীতে প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে বলে জানান তিনি।
যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়লেও আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি নেই বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “পানি আরও ২-১ দিন বাড়তে পারে। তবে এ অবস্থায় বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই।”