ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে সুযোগ রেকর্ড বাড়িয়ে নেওয়ার, তৃতীয় পছন্দের গোলকিপারের বীরত্বে ফাইনালে মরক্কো।
হতে সংগৃহিত
ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটের খেলা তখন শেষের দিকে। মরক্কোর কোচ তখন মাঠে নামালেন আব্দেলহাকিম এল মেসবাহিকে, দলের তৃতীয় পছন্দের গোলকিপার যিনি। শেষ সময়ে কেন তাকে নামানো হলো, তা প্রমাণ হয়ে গেল একটু পরই। টাইব্রেকারে শেষ শটটি ঠেকিয়ে দলকে স্বপ্নের ফাইনালে তুললেন সেই মেসবাহি।
ফিফা অনূধর্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আগে থেকেই মরক্কোর অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসির উত্তরসূরীরা।
আর্জেন্টিনার একমাত্র গোলটি করেন মাতেও সিলভেতি। ইন্টার মায়ামির ১৯ বছর বয়সী উইঙ্গার কদিন আগেই একবার উঠে এসেছিলেন খবরে। মায়ামির এক ম্যাচে পেনাল্টি পাওয়ার পর মেসি নিজে না নিয়ে এগিয়ে দিয়েছিলেন তরুণ এই আর্জেন্টাইন সতীর্থকে। কিন্তু সেদিন পেনাল্টি কাজে লাগাতে পারেননি সিলভেতি। যুব বিশ্বকাপের সেমিতে ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন তিনি ৭২তম মিনিটে।
যুব বিশ্বকাপের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সবশেষ শিরোপা পায় তারা সেই ২০০৭ সালে। ২০০৫ সালে এই আসর মাতিয়েছিলেন মেসি। দলকে ট্রফি এনে দেওয়ার পথে আসরের সর্বোচ্চ স্কোরার (৬ গোল) ও সেরা ফুটবলার হয়েছিলেন তিনি।
পাঁচবার এই টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনার পরই আছে ব্রাজিল।
এবার অবশ্য গ্রুপ থেকেই বিদায় নেয় ব্রাজিল। সেই গ্রুপেই ব্রাজিল-স্পেনকে টপকে সেরা হয়ে পরের ধাপে পা রাখে মরক্কো। পরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমি-ফাইনালে সামনে পায় তারা ফ্রান্সকে।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৫-৪ গোলে।
মরক্কোর প্রথম পছন্দের গোলকিপার ইয়াসিন বেঞ্চাউচ চোট নিয়ে মাঠ ছাড়েন ৬৪তম মিনিটে। তখন নামানো হয় ইব্রাহিম গোমিসকে। পরে তাকে উঠিয়ে নিয়েই টাইব্রেকারের একটু আগে কোচ মাঠে পাঠান মেসবাহিকে।
মেসবাহির পানির বোতলে ফ্রান্সের ফুটবলারদের মুখের ছবি আঁকা ছিল এবং ছোট্ট করে গ্রাফিক্স ছিল, কে কোন পাশ দিয়ে শট নিতে পারেন। সেটি কাজে লেগে যায় একদম শেষে। ফ্রান্সের শেষ শটটি ঠেকিয়ে নায়ক বনে যান আসরে প্রথমবার মাঠে নামা মেসবাহি।
যুব বিশ্বকাপে মরক্কোর আগের সেরা সাফল্য ছিল ২০০৫ আসরে চতুর্থ হওয়া। এবার প্রথম ফাইনালে ট্রফির লড়াইয়ে নামবে তারা আর্জেন্টিনার রেকর্ড আরও সমৃদ্ধ করা থামাতে। ফাইনাল ম্যাচ রোববার।
