ভোলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে।
সংগৃহিত
ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২১ কেজি ওজনের একটি বাঘাইড়।
রোববার সকালে সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। পরে সেটি ভোলার ইলিশা চডার মাথা মাছঘাটে বিক্রির জন্য আনা হয়।
তখন আড়তদার মো. ইমন ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি সাড়ে ২১ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয়রা বলেন, মাছ ধরার উপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে জেলে জাহাঙ্গীর মাঝি তার দুই ছেলেকে নিয়ে ভোরে মেঘনায় মাছ ধরতে যান। তাদের জালে মাছটি ধরা পড়ে।
আড়তদার মো. ইমন বলেন, “এর আগে এত বড় বাঘাইড় মাছ আমাদের ঘাটে দেখিনি। মাছটি মাওয়া ঘাটে পাঠাব, ২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা করছি।”
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এটি অভিযানের সফলতা। ২২ দিন অভিযান ছিল, নদীতে জাল পড়েনি, যার ফলে জেলেরা নিষেধাজ্ঞার পরে নদীতে গিয়ে এত বড় বাঘাইড় পেয়েছেন। আগামীতে আরো বড় বড় মাছ পাওয়া যাবে।”
বাঘাইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। মহাবিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে।
তবে আইনের তোয়াক্কা না করেই চলছে বাঘাইড় শিকার ও কেনাবেচা।
