এই কর্মসূচি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
সংগৃহিত
মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত বা বৈধ ভিসাবিহীন বাংলাদেশি কর্মীদের দ্রুত স্বদেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানায়, দেশটির অভিবাসন বিভাগের চলমান ‘প্রোগ্রাম রিপার্টিয়াসি মাইগ্রান ২.০’ কর্মসূচির আওতায় বৈধ কাগজপত্রবিহীন বিদেশি কর্মীরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে স্বদেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। তবে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব দেশে ফেরার আহ্বান জানিয়েছে হাই কমিশন।
এতে আরও উল্লেখ করা হয়, “শেষ মুহূর্তে অপেক্ষা করলে অভিবাসন বিভাগের অনুমতি, বায়োমেট্রিক প্রক্রিয়া ও বিমানের টিকেট সংগ্রহে জটিলতা দেখা দিতে পারে। সম্ভাব্য প্রতিকূলতা এড়াতে কর্মীদের এখনই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে দেশে ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।”
যাদের পাসপোর্ট নেই বা মেয়াদোত্তীর্ণ, তারা হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও জানানো হয়েছে।
