লোকাল পরিবহনের বাসটি মাদারীপুর শহর থেকে রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল।
সংগৃহিত
মাদারীপুর সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
রোববার বেলা ১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আদিল হোসেন।
নিহত ফাতেমা বেগম (৫৫) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চুতরপাড়া মোল্লাকান্দি গ্রামের জব্বার মোল্লার স্ত্রী।
ওসি আদিল হোসেন বলেন, লোকাল পরিবহনের বাসটি মাদারীপুর শহর থেকে রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল। বাসটি উকিলবাড়ি এলাকায় এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় বাসের যাত্রী ফাতেমা বেগমকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
