চালক ঘুমের চোখে ট্রাক চালাচ্ছিলেন বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
হতে সংগৃহীত
মাগুরা সদর উপজেলায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে চালকের সহকারীর প্রাণ গেছে।
রামনগর হাইওয়ের পুলিশ অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে ওই হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর কবি জানান।
নিহত ২৫ বছর বয়সী মনু মিয়া মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে।
তার লাশ ময়তদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মনুর ভাই আফজাল হোসেন বলেন, শালিখার শতখালী এলাকা থেকে প্লাইউড বোঝাই ট্রাকটি রামনগর হাইওয়ে পুলিশ অফিসের সামনে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার ভাই নিহত হন।
আর দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান বলে আফজাল।
পুলিশ ও স্থানীয়রা বলছে, চালক ঘুমের চোখে ট্রাক চালাচ্ছিলেন। সে কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে ওসি আলমগীর জানিয়েছেন।