২০১৫ সালে একটি খালে ভ্যান চালক জাহিদুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
হতে সংগৃহিত
ময়মনসিংহের মুক্তাগাছায় দশ বছর আগে এক ভ্যান চালককে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া সোহেল রানা মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মণ্ডলসেন পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।
রাতে বাড়ি না ফেরায় জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে বন্ধ পান পরিবারের লোকজন।
পরে রাতে খোঁজাখুজির পরও তার হদিস না মেলেনি। পরদিন সকালে এলাকাবাসী খালের মধ্যে একজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। সেটি জাহিদের লাশ বলে পরে তার বাড়ির লোকজন সনাক্ত করে।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত করে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
পরে সোহেল হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দেন।
