“তিনি রামগঞ্জের যেসব উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন,” বলেন এনসিপির এই নেতা।
সংগৃহিত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করলে আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী হবেন বলে মনে করছেন তার ভাই মাহবুব আলম।
শনিবার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আভাস দেন মাহবুব, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক।
অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদ আগামী সংসদ নির্বাচনে লড়বেন কিনা, তা নিয়ে চলমান আলোচনার মধ্যে এমন আভাস দিলেন মাহবুব।
এনসিপির এই নেতা বলেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন, তাহলে এনসিপি ও রামগঞ্জের মানুষ আশা করছে, তিনি এ আসন থেকে নির্বাচন করবেন।
“আপনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন। তিনি রামগঞ্জের যেসব উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন। সবার প্রত্যাশিত যে রামগঞ্জ, তিনি মানুষের সহযোগিতায় তা উপহার দিতে পারবেন।”
এর আগে সেখানে এনসিপির ‘জনতার উঠান বৈঠকে’ অংশগ্রহণ করেন তিনি। এনসিপির রামগঞ্জ উপজেলা শাখা পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক আয়োজন করে।
