বন্যায় এক লাখ তিন হাজারেরও বেশি বাড়ি ডুবে গেছে, এগুলো অধিকাংশই শীর্ষ পর্যটন গন্তব্য হিউ ও হোই আনে।
সংগৃহিত
ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বুধবার দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জনপ্রিয় পর্যটন শহর দানাংয়ে এবং প্রাচীন শহর হোই আনে ছয় জনের মৃত্যু হয়েছে।
পৃথক এক প্রতিবেদনে দেশটির দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় এক লাখ তিন হাজারেরও বেশি বাড়ি ডুবে গেছে, এগুলো অধিকাংশই শীর্ষ পর্যটন গন্তব্য হিউ ও হোই আনে।
সংস্থাটি জানিয়েছে, ইউনেস্কোর তালিকাভুক্ত সাবেক সাম্রাজের রাজধানী হিউ ও প্রাচীন নগরী হোই আনে ভারি বৃষ্টি অব্যাহত আছে। সোমবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই এলাকায় রেকর্ড ১০০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
রয়টার্স রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে আসা ছবিগুলোর বরাত দিয়ে জানিয়েছে, হোই আনের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে আছে, কিছু কিছু বাড়ি ছাদ পর্যন্ত ডুবে আছে।
হিউয়ের ৪০টি কমিউনের মধ্যে ৩২টি এক থেকে দুই মিটার বন্যার পানিতে তলিয়ে গেছে।
নিকটবর্তী দানাংয়ের সবগুলো জলাশয়ের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাওয়ার পর নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে।
বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বহু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে দুর্যোগ সংস্থা জানিয়েছে।
দেশের মধ্যাঞ্চলে বন্যার কারণে উত্তরাঞ্চলে অবস্থিত রাজধানী শহর হ্যানয়ের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ব্যাণিজ শহর হো চিন মিন সিটির মধ্যে ট্রেন যোগাযোগ মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ভিয়েতনামের মধ্যাঞ্চলে বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কিছু এলাকায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।