স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, অঞ্চলটিতে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাতেই ভূমিধসের ঘটনাটি ঘটেছে।
হতে সংগৃহিত
ভারতের পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে একটি প্রাইভেট বাসে ভূমিধসের আঘাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনার পর থেকে একটি শিশু নিখোঁজ রয়েছেন বলে বুধবার স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সহকারী কমান্ডার করম সিং রয়টার্সের অংশীদার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, এই ঘটনায় আরও দুইজন শিশু আহত হয়েছে।
রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী মুকেশ আগ্নিহোত্রি বুধবার এক্স এ এক পোস্টে বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জন প্রাণহারিয়েছেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন অবোধ শিশু। আরও ২ শিশু আহত হয়েছে ও অপর একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
এএনআইয়ের শেয়ার করা ভিডিও ক্লিপগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এক পার্বত্য সড়কে একটি দুমড়েমুচড়ে যাওয়া বাসের অবশেষ পড়ে আছে আর উদ্ধারকারীরা ধসে পড়া মাটি, পাথর সরিয়ে সেগুলোর মধ্যে আটকা পড়া ১৮ জনকে উদ্ধারের চেষ্টা করছেন।
অন্য টেলিভিশন চ্যানেলগুলোর ভিডিওতে দেখা গেছে, কিছু উদ্ধারকর্মী ভারি মেশিনপত্র দিয়ে ধসে পড়া মাটির স্তূপ পরিষ্কার করছেন আর অন্যরা কাদাজলে ভেজা জিনিসপত্র টেনে বের করছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দীপ ধাওয়াল এএনআইকে বলেন, “এই ঘটনার প্রধান কারণ বৃষ্টি। এই অঞ্চলে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে।”
চলতি সপ্তাহে ভারতের হিমালয় অঞ্চলে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সোমবার পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী নেপালে টানা ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
