বাসরটির চালক সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, চালকের রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি।
হতে সংগৃহিত
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ পেরনামবুকোতে সড়ক দুর্ঘটনায় এক বাসের অন্তত ১৫ আরোহী নিহত হয়েছেন।
ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের ওই বিবৃবিতর বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার একটু আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারা বাসটি বিপরীতি পাশের লেনে ঢুকে পড়ে মহাসড়কের পাশে থাকা পাথরে ধাক্কা খায়, এরপর একটি বালুর ঢিবির সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৫ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। তবে কতোজন আহত হয়েছেন কর্তৃপক্ষ তা জানায়নি।
বাসরটির চালক সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় বাসের কিছু যাত্রী সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন না।
