নতুন এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা লিকুইড গ্লাসের চেহারা স্বচ্ছ অথবা টিন্টেড আকারে সেট করতে পারবেন।
সংগৃহিত
অ্যাপল সর্বশেষ বেটা আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের ‘লিকুইড গ্লাস’ ডিজাইন আরও কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে।
নতুন এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা লিকুইড গ্লাসের চেহারা স্বচ্ছ অথবা ‘টিন্টেড’ আকারে সেট করতে পারবেন। সর্বশেষ আইওএস ২৬.১, আইপ্যাডওএস ২৬.১, এবং ম্যাকওএস ২৬.১ বেটা আপডেটে এই অপশনটি পাওয়া যাচ্ছে।
এই সংযোজনের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে বিবেচনা করছে তা স্পষ্টই বোঝা যায়। বিশেষ করে আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬, এবং ম্যাকওএস ২৬ বেটার প্রাথমিক লঞ্চের সময় পাওয়া মতামতগুলোর পর। ডিভাইসে বড় ধরনের ডিজাইন পরিবর্তন আনলেও নতুন কিছুতে মানিয়ে নিতে যাদের অসুবিধা হয় তাদের জন্য বিকল্প অপশন রাখার অভ্যাস অ্যাপলের বেশ পুরোনো।
২০২১ সালে অ্যাপল ‘সাফারি’র অ্যাড্রেস বার নিচে সরিয়ে দেওয়ার পর অনেক ব্যবহারকারী তীব্র সমালোচনা করেন। পরে অ্যাপল সেই সিদ্ধান্তের জন্য বিকল্প অপশন দেয় যাতে ব্যবহারকারীরা বারটি আগের মতো উপরে ফিরিয়ে নিতে পারেন। এবার ‘লিকুইড গ্লাস’ নিয়েও অ্যাপল একই ধরনের সিদ্ধান্ত নিল।
নতুন ইউজার ইন্টারফেইসটি আইওএস ২৬ এবং অন্যান্য অপারেটিং সিস্টেমে এসেছে যা ২০১৩ সালে ‘স্কিউওমরফিক’ থেকে ‘ফ্ল্যাট ডিজাইন’-এ রূপান্তরের পর অ্যাপলের সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন। তবে এই পরিবর্তন সবাই সহজে গ্রহণ করেনি।
অনেক ব্যবহারকারীর অভিযোগ, লিকুইড গ্লাস ডিজাইনের কারণে ইন্টারফেইসের কিছু অংশ যেমন নোটিফিকেশন, অ্যাপল মিউজিক বা অন্যান্য অ্যাপে নেভিগেশন কন্ট্রোল পড়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, অনেকেই এই ডিজাইনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি পুরোনো ও একঘেয়ে ইন্টারফেইসে নতুনত্ব ও সূক্ষ্ম নান্দনিকতার ছোঁয়া এনেছে।
ব্যবহারকারীদের এই ভিন্নমত মাথায় রেখে এবার অ্যাপল লিকুইড গ্লাসের চেহারার নিয়ন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে ব্যবহারকারীদের হাতে।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল লিখেছে, এই বছরের গ্রীষ্মে বেটা পিরিয়ড চলাকালে তারা এমন ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে যারা লিকুইড গ্লাসের আরও বেশি অস্বচ্ছ লুক চেয়েছিলেন। তাদের অনুরোধেই এই নতুন সেটিং যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের লিকুইড গ্লাস পার্সোনালাইজ করার সুযোগ দেয়।
এই ফিচারটি ব্যবহারের জন্য বেটা ব্যবহারকারীদের যেতে হবে সেটিংস > ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস মেনুতে। সেখানে নতুন লিকুইড গ্লাস অপশন পাওয়া যাবে। ম্যাক ব্যবহারকারীরা এটি খুঁজে পাবেন সিস্টেম সেটিংস > অ্যাপিয়ারেন্স-এর মধ্যে। এখান থেকে ব্যবহারকারীরা দুটি অপশনের একটিকে বেছে নিতে পারবেন ক্লিয়ার বা টিনটেড। এর মধ্যে টিনটেড অপশনটি ইন্টারফেইসের অংশগুলোকে কিছুটা গাঢ় করে ফলে লেখা বা আইকনগুলো আরও স্পষ্ট দেখা যায়।
যদিও কিছু ব্যবহারকারী ‘স্লাইডার কন্ট্রোল চেয়েছিলেন যাতে তারা নিজেদের মতো করে অপাসিটির মাত্রা নির্ধারণ করতে পারেন। অ্যাপল আপাতত একটি ‘টগল সুইচ’-এর মাধ্যমেই দুটি নির্দিষ্ট টিন্ট লেভেলের বিকল্প দিয়েছে।
অ্যাপল আরও বলছে, যেসব ডেভেলপার এরইমধ্যে তাদের অ্যাপে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ব্যবহার করেছেন তারা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেই সেটিং প্রয়োগ হতে দেখবেন। ২৬.১ ডেভেলপার বেটা-তে ডেভেলপাররা এখনই এই ফিচার পরীক্ষা করতে পারবেন।
ব্যবহারকারীরা একবার তাদের পছন্দের অপশন নির্বাচন করলে নাও প্লেয়িং কন্ট্রোলস, লক স্ক্রিন নোটিফিকেশন, অ্যাপলের নিজস্ব অ্যাপসহ তৃতীয় পক্ষের থার্ড পার্টি অ্যাপগুলোতেও পরিবর্তন দেখা যাবে।
সাধারণ ব্যহারকারীরা আগামী কয়েক দিনের মধ্যেই এটি পাবেন।
