দুদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পরিবার জানিয়েছে।
সংগৃহিত
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রামের ডোবা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ঘীবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বেনাপোল পোর্ট থানার এসআই মিলন হোসেন।
মৃত ৩৮ বছর বয়সী আব্দুল আলিম বেনাপোল সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
এসআই মিলন বলেন, “স্থানীয়রা রাস্তার পাশে ডোবায় একটি লাশ ভাসতে দেখে থানয় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।”
নিহতের ভাই ইব্রাহিম হোসেন বলেন, শনিবার তার ভাই বাড়ি থেকে ঘিবা গ্রামে নানার বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। দুদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে এসআই মিলন জানান।
