চীনের কোম্পানি ‘নেক্সপেরিয়া’ মূলত গাড়ি, ভোক্তা ইলেকট্রনিক্স ও অন্যান্য শিল্পে ব্যবহৃত বিভিন্ন চিপ অনেক বড় পরিমাণে তৈরি করে।
হতে সংগৃহিত
এক ‘বিরল’ পদক্ষেপ নিল নেদারল্যান্ডসের সরকার, যেখানে নেদারল্যান্ডসে অবস্থিত ‘নেক্সপেরিয়া’ নামের এক চীনা মালিকানাধীন সেমিকন্ডাক্টর কোম্পানিটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে উত্তেজনা এখন চরমে। এ পদক্ষেপের মাধ্যমে দেশটি নিশ্চিত করতে চায় যে, গোটা বিশ্বে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও ইউরোপে প্রয়োজনীয় চিপের সরবরাহ অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
চীনের ‘উইংটেক টেকনোলজি’র সহযোগী কোম্পানি ‘নেক্সপেরিয়া’ মূলত গাড়ি, ভোক্তা ইলেকট্রনিক্স ও অন্যান্য শিল্পে ব্যবহৃত বিভিন্ন চিপ বিশাল পরিমাণে উৎপাদন করে, যা ইউরোপের জন্য সাপ্লাই চেইন বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে ডাচ অর্থ মন্ত্রণালয় বলেছে, সেপ্টেম্বরে ‘নেক্সপেরিয়া’ কোম্পানির ক্ষেত্রে ‘গুডস অ্যাভেইলেবিলিটি আইন’ নামের এক বিশেষ আইন কার্যকর করেছে তারা। যার উদ্দেশ্য, ‘যে কোনো জরুরি পরিস্থিতিতে যেন নেক্সপেরিয়ার সম্পূর্ণ ও আংশিক তৈরি পণ্য বাজারে পাওয়া যায়’।
এমন ঘোষণার পর ‘উইংটেক শাংহাই’-এর শেয়ার শাংহাই স্টক এক্সচেঞ্জে একদিনের মধ্যে সর্বোচ্চ ১০ শতাংশ কমেছে।
‘গুডস অ্যাভেইলেবিলিটি আইন’ ডাচ সরকারকে সে দেশের যে কোনো বেসরকারি কোম্পানিতে হস্তক্ষেপ করার অনুমতি দেয়, যাতে জরুরি পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।
এই আইনের ব্যবহার ডাচ সরকার এমন সময়ে করল যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
এক নেদারল্যান্ডস ডাচ সরকার বলেছে, এই ‘অত্যন্ত ব্যতিক্রমধর্মী’ পদক্ষেপ নেওয়ার কারণ, নেক্সপেরিয়ার ‘পরিচালনায় সম্প্রতি কিছু বড় ধরনের সমস্যা বা অনিয়ম হচ্ছে, যা কোম্পানির পরিচালন ব্যবস্থায় দুর্বলতা তৈরি করেছে। ফলে কোম্পানিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন মনে করেছে’ দেশটির মন্ত্রণালয়।
বিবৃতিতে দেশটি আরও বলেছে, ‘এসব সংকেত নেদারল্যান্ডস ও ইউরোপীয় মাটিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতার ধারাবাহিকতা ও সুরক্ষার জন্য হুমকি তৈরি করেছে। এসব সক্ষমতা হারিয়ে গেলে ডাচ ও ইউরোপীয় অর্থনীতি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে’, বিশেষ করে গাড়ি শিল্পকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে দেশটির সরকার।
১৩ অক্টোবর শাংহাই স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক কর্পোরেট নথিতে উইংটেক বলেছে, এখন থেকে অস্থায়ীভাবে অন্য কোনো বাহ্যিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে নেক্সপেরিয়া। এ সময়ের মধ্যে, অর্থাৎ এক বছর পর্যন্ত সম্পদ, ব্যবসা বা কর্মী পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে না কোম্পানিটি।
কর্পোরেট নথি অনুসারে, ডাচ মন্ত্রিসভা থেকে আসা এ আদেশের পরই উইংটেকের চেয়ারম্যান ঝাং শুয়েজেংকে ‘নেক্সপেরিয়া হোল্ডিংস’-এর নির্বাহী পরিচালক ও নেক্সপেরিয়ারের অ-নির্বাহী পরিচালক হিসেবে তার সব দায়িত্ব থেকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, নেক্সপেরিয়ারের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হবে না, স্বাভাবিকভাবেই চলবে। তবে সরকার যা নতুন নিয়ম বা নিয়ন্ত্রণ এনেছে, তার পুরো প্রভাব এখনো স্পষ্ট নয়।