চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান।
সংগৃহিত
দুই বছর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়ে ব্যান্ডসংগীতের নগরবাউল খ্যাত তারকা জেমসের পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। যে পরিচয় গড়ায় পরিণয়ে। এক বছর পর বিয়েও করেন দুজনে। এখন সেই সংসারে এসেছে নতুন অতিথি।
জেমসের তৃতীয় বিয়ে এবং পুত্র সন্তান জন্মের খবর গ্লিটজকে জানিয়েছেন তার মুখপাত্র রবিন ঠাকুর।
রবিন ঠাকুর বলেন, ২০২৩ সালে নগরবাউলের আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শোতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে তার পরিচয় হয়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে।
“কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন ঢাকায়। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ে করেন তারা।”
চলতি বছরের জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই ছিলেন নামিয়া। পরে ফিরে যান যুক্তরাষ্ট্রে। গত ৮ জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম হয় জেমস- নামিয়ার ছেলে জিবরান আনামের।
রবিন বলেছেন জেমস তার ভক্তদের বলেছেন, তিনি তার নতুন নতুন জীবন নিয়ে ‘ভালো আছেন’। গান গেয়ে এ জীবন কাটিয়ে দেওয়ার প্রত্যাশা রেখেছেন তিনি। ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন জেমস।
জেমসের স্ত্রী নামিয়া বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। নৃত্যশিল্পী হিসেবে সেখানে তিনি পরিচিত।
জেমসের প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। জেমসের এই দুই সন্তান বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন।
এরপর জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাকে; দ্বিতীয় স্ত্রীর সঙ্গে জেমসের বিচ্ছেদ হয় ২০১৪। জেমস ও বেনজিরের জাহান নামের এক কন্যা সন্তান রয়েছে।
১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম জেমসের। তার বেড়ে ওঠা চট্টগ্রামে; সংগীত জীবনে যাত্রাও হয়েছে চট্টগ্রাম থেকেই। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন তিনি।
ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়।
পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।
২০০৬ সালে বলিউড চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ ‘ভিগি ভিগি’র গানটি গাওয়ার পর দেশ ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন জেমস।
ওই বছরই মোহিত সুরির পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা…মেট্টো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন জেমস।
‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়া’, ‘কবিতা’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’ ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘না জানি কোহি’ সহ বহু গানে কয়েক প্রজন্মের দর্শক শ্রোতা মাতোয়ারা করে রেখেছেন জেমস।
