সম্প্রতি দুই কোম্পানির মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি হয়েছে।
হতে সংগৃহিত
প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই)-এর ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন।
এ বিষয়ে সম্প্রতি দুই কোম্পানির মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি হয়েছে বলে প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং বিটিআই এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এফ আর খান চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।”
প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বিটিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর-মার্কেটিং মাশরুর হাসান মিমসহ দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
