“সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ,” বলেন তিনি।
সংগৃহিত
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে এক কর্মশালায় তিনি বলেন, “এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তাই আলাদা সচিবালয় ঘোষণার জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।”
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) উদ্যোগে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারিত্ব এবং সুইডেন দূতাবাসের সহায়তায় ‘স্ট্রেনদেনিং ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফর সুপ্রিম কোর্ট রিপোর্টার্স’ শীর্ষক কর্মশালায় কথা বলেন রেজিস্ট্রার জেনারেল।
‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের’ (এসআরএফ) ৪০ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগারও বক্তব্য দেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম, কর্মশালার পরিচালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক এবং কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক হাফসা আক্তার সোনিয়া, এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম উপস্থিত ছিলেন।
