টিপু জানিয়েছেন, প্রথম অ্যালবামের জন্য ৩২টি গান তৈরি করেছিল অবসকিওর।
সংগৃহিত
অর্থাভাব আর যন্ত্রসংকটকে সঙ্গে নিয়ে সব বাধা কাটিয়ে এক রাতের মধ্যে ‘অবসকিওর’ ব্যান্ডের প্রথম অ্যালবাম দেখে আলোর মুখ।
গান রেকর্ডিংয়ের ওই সময়টা কতটা সংগ্রামের ছিল সেই গল্প গ্লিটজের কাছে করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপু।
নব্বই দশকের শিল্পীদের গান ও গল্প নিয়ে অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরির’ চতুর্থ পর্বে হাজির হয়ে এসব গল্প করেছেন টিপু।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে টিপু জানিয়েছেন, প্রথম অ্যালবামের জন্য ৩২টি গান তৈরি করেছিল অবসকিওর। সেখান থেকে ১২টি গান নিয়ে হয় ‘অবসকিওর ভলিউম ১’।
সেই সময়ের ব্যান্ডের সংগ্রামের কথা তুলে ধরে টিপু বলেন,”আমাদের কোন ইনস্ট্রুমেন্ট ছিল না। রেকর্ডিংয়ের সময় কিছু ইনস্ট্রুমেন্ট ভাড়া করে এনে বাজিয়েছি। এক রাতে সবগুলো গান গেয়েছি। বাবার কাছ থেকে ১২ হাজার টাকা এনে অ্যালবামের খরচ দিতে হয়েছে। সারগামের কর্ণধার বাদল ভাই, ফিডব্যাকের মাকসুদ ভাই, ফোয়াদ নাসের বাবু ভাই আমাদেরকে খুব হেল্প করেছেন।”
শনিবার ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত এই শিল্পীর প্রতিও বিশেষ কৃতজ্ঞতার কথা বলেন টিপু।
“বাচ্চু ভাই আমাদেরকে প্রথম শো দিয়েছিলেন। সবসময় তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এই মানুষটির কথা আমি ভুলতে পারি না।”
আশির দশকের মাঝামাঝি সময় ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় ‘অবসকিউর’ প্রতিষ্ঠা করেন টিপু। সে সময় সারগাম স্টুডিওতে শুরু হয় দলটির প্রথম অ্যালবামের কাজ।
১৯৮৬ সালে সেলফ টাইটেল ‘অবসকিউর ভলিউম ১’ শিরোনামে বের হয় ব্যান্ডের অ্যালবাম। এই অ্যালবামের ‘মাঝরাতে চাঁদ যদি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো পর্যন্ত ব্যান্ডটির সিগনেচার গান এটি।
এদিকে চার দশকের পথচলায় ‘অবসকিওর’ ফিরতে যাচ্ছে ভিনাইলের যুগে। দশটি গান নিয়ে এই দলটি প্রকাশ করেছে সংকলন অ্যালবাম ‘রিইনকারনেশন’, যা আসছে বিশেষ ভিনাইল রেকর্ড আকারে।
গানগুলো হল-‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘কাল সারারাত’, ‘এইবার শেষ হোক’, ‘কেমন আছো’, ‘ঝুম বৃষ্টি’, ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘স্বপ্নচারিণী’, ‘পুষ্পধূলি’ ও ‘তোমায় কথা’।
বর্তমানে অবসকিউরের সদস্যরা হলেন সাইদ হাসান টিপু (ভোকাল), শেখ আবীর (গিটার), এমডি আরিফুর রহমান শান্ত (গিটার), নাদিম (বেস গিটার), রাব্বানি মীর রাব্বি (ড্রামস) ও আকাশ (কী বোর্ড)।
