“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের জন্য নির্বাচনি মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে,” বলেন জাহাঙ্গীর আলম।
সংগৃহিত
অন্তর্বর্তী সরকার এখন ‘নির্বাচনমুখী’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাতের সময় উপদেষ্টা এ মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের নেতৃত্বে ছিলেন ন্যান্সি কানিয়াগো।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সশস্ত্র বাহিনীর প্রায় ৮০ হাজার সদস্য ভোটের দায়িত্বে থাকবেন।”
আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যের জন্য নির্বাচনি মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে।”
সম্ভব হলে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তার জন্য ‘বডিওর্ন ক্যামেরা’ থাকবে বলে প্রতিনিধি দলকে জানান তিনি।
উপদেষ্টা বলেন, “নির্বাচনে গণমাধ্যম অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত পর্যবেক্ষক দলকে অনুমতি দেওয়া হবে।”
কমনওয়েলথের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে মন্তব্য করে কানিয়াগো বলেন, “আমন্ত্রণ পেলে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক গ্রুপ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।”
নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ সম্পর্কে জানতে চান কানিয়াগো।
জবাবে উপদেষ্টা বলেন, “ভোটের সময় দায়িত্ব পালনের জন্য নতুন করে ১০ হাজার ২৬৪ জন পুলিশ, ২ হাজার ১৪৫ জন আনসার ও ভিডিপি, ৫ হাজার ৫১৩ জন বিজিবি এবং ৬৩৪ জন কোস্টগার্ড নিয়োগ দেওয়া হয়েছে।”