বেপরোয়া গতির কারণে বাসে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
সংগৃহিত
বরিশালের উজিরপুর উপজেলায় বিআরটিসি যাত্রীবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার ইছলাদি টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল শহর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেন।
ওসি আমিনুর বলেন, বেপরোয়া গতির কারণে বাসে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটি ও যাত্রীদের মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।
বিআরটিসির বরিশাল বাস ডিপোর সহকারী পরিযান কর্মকর্তা মশিউর রহমান বলেন, ২০ থেকে ২৫ যাত্রী নিয়ে বাসটি নথুল্লাবাদ ডিপো থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা যাওয়ার কথা ছিল। বাসটি বিআরটিসির নরসিংদী ডিপোর ছিল।
