শিশুটির মা রিপা বেগম বলেন, “ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল। আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল।”
সংগৃহিত
বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে ধানক্ষেতে গিয়ে ইঁদুর দমনের ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালতলী থানার ওসি মো. শাহজালাল।
মারা যাওয়া ৮ বছর বয়সি ইমরান ওই গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শিশুটির মা রিপা বেগম বলেন, “ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল। আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল।”
স্থানীয়দের বরাতে ওসি মো. শাহজালাল বলেন, সকালে ছাগলের জন্য ঘাস কাটতে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে যায়। কিন্তু সেখানে স্থানীয় আবু সালেহ অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ইঁদুর দমনের উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখিছিলেন।
কিন্তু ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। ইমরান সেই ফাঁদের তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, “মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে আবু সালেহ পলাতক রয়েছে, তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ওসি শাহজালাল আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
