“ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ১২ জনকে সাত দিন ও এক জনকে ১৫ দিন সাজা দেওয়া হয়।”
সংগৃহিত
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বরগুনা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন আরাফাত রানা ।
মা ইলিশ সংরক্ষণে চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের মত বরগুনা জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী এবং সাগর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মারুফ হোসেন বলেন, “মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে উপজেলার পায়রা ও বিষখালী নদীতে মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বিষখালী নদী থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে।
“পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ১২ জনকে সাত দিন ও এক জনকে ১৫ দিন সাজা দেওয়া হয়।”
জেলেদের কাছ থেকে বেশ কিছু ‘বেহুন্দি’ জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা করা হয়েছে জানিয়ে এ মৎস্য কর্মকর্তা বলেন, জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
