ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার মুহূর্ত থেকে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
হতে সংগৃহিত
আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ব্যক্তিরা।
‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা’ শুক্রবার এ কর্মসূচির কথা জানিয়েছে বলে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষে গঠিত এ কমিটি বলছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার মুহূর্ত থেকে তারা অনশন কর্মসূচি শুরু করেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার সতর্ক করে আসছে, গাজা উপত্যকা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এবং সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।
এমন প্রেক্ষাপটে গাজায় ত্রাণ পৌঁছে দিতে গত ৩১ অগাস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
এ নৌবহরে প্রায় ৫০টি জাহাজ ছিল। এসব জাহাজে অধিকারকর্মীসহ প্রায় ৪৪টি দেশের সাড়ে চারশ প্রতিনিধি ছিলেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ ইসরায়েল আটক করেছে। গ্রেপ্তার করেছে এসব জাহাজে থাকা ব্যক্তিদের।
সবগুলো জাহাজই আটক করা হয় আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকে।
