ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সেখানে তাঁদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ফেসবুক আইডি ডিজএবল করে দেওয়া হয়েছে বলে জানানো হয়। ৮ আগস্ট
ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সেখানে তাঁদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ফেসবুক আইডি ডিজএবল করে দেওয়া হয়েছে বলে জানানো হয়। ৮ আগস্টছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী, সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীসহ কয়েকজন প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ সোমবার দুপুরে দিকে ফেসবুকে সার্চ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদীর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি।

ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি ।

পরে বেলা আড়াইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা গেছে, ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডি সচল রয়েছে। তবে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও এজিএস প্রার্থী তানভীর আল হাদীর আইডি খুঁজে পাওয়া যায়নি।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল বলছে, ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং ক্রীড়া সম্পাদক প্রার্থী আরমান হোসেনের ফেসবুক আইডিও অচল করে দেওয়া হয়েছে। বেলা আড়াইটার দিকে ফেসবুক ঘেঁটে তাঁদের আইডি খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে দুপুরে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমি আগেও কয়েকবার আপনাদেরকে সতর্ক করেছি যে নির্বাচনের আগের দিন নানা ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি আছে। আজকে তারই প্রমাণ মিলল। ঘুম থেকে উঠে যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে।’

আবিদুল ইসলাম আরও বলেন, ‘প্রথমবার যখন আইডি দেখি তখন ব্ল্যাংক (অচল) দেখাচ্ছিল। কিছুক্ষণ চেষ্টার পর আইডি উদ্ধার করতে পারি। উদ্ধারের পর আমি ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যেন সবাই সচেতন থাকেন। কিন্তু এই পোস্টের ৫৬ থেকে ৫৭ মিনিট পর একইভাবে আমার আইডি অচল করে দেওয়া হয়। পরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপিল করে রেখেছি প্রমাণ দিয়ে। কিন্তু আমি জানি না আইডি আর নির্বাচনের আগে ফিরে পাব কিনা।’

এর আগে দুপুরে সাংবাদিকদের পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবেল করে দেওয়া হয়। পরে পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারও ডিজেবেল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।’

সামাজিক মাধ্যমে পোস্ট করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এসএম ফরহাদও একই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’

আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের আগে গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন।