গতকাল রাতে এনফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে দারুণ এক গোল করেন সালাহ
গতকাল রাতে ৬ গোলের থ্রিলার ম্যাচে জয়লাভ করেছে লিভারপুল। উত্থান-পতনের নাটকীয় এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের শুরুটা বেশ ভালো হলো লিভারপুলের। ম্যাচে গোল পেয়েছেন মোহাম্মদ সালাহও। লিভারপুলের হয়ে ৯ মৌসুমের ৮টিতেই প্রথম ম্যাচে গোলের দেখা পেলেন এই মিশরীয় ফরোয়ার্ড।
গতকাল রাতে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। এটিই ছিল মৌসুমের প্রথম লিগ ম্যাচ। এনফিল্ডে এই দিন অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করেন সালাহ।
প্রথম ম্যাচে গোল করার তালিকায় শীর্ষে অবস্থান করছেন এই ফরোয়ার্ড। তার গোলসংখ্যা এখন ১০। যার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ৮ গোল করা জেমি ভার্ডি, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনিকে। গোল করার পাশাপাশি গোলে অবদান রাখার তালিকাতেও শীর্ষে অবস্থান করছে এই মিশরীয় ফরোয়ার্ড। এখন পর্যন্ত ১৫ গোলে অবদান রেখেছেন তিনি।
ম্যাচের শুরুতে পুরো এনফিল্ড স্মরণ করেছে স্পেনে সড়ক দুর্ঘটনায় ছোট ভাইসহ নিহত লিভারপুল তারকা জোটাকে।
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকাতেও সালাহ এখন যৌথভাবে চার নম্বরে উঠে এসেছেন। তার গোলও এখন অ্যান্ডি কোলের সমান ১৮৭টি। আর সালাহ ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।