আসছে পহেলা নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানায় কনস্যুলেট জেনারেল।
সংগৃহিত
নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে এখন থেকে অনলাইন সময়নির্ধারণ (অ্যাপয়েন্টমেন্ট) বাধ্যতামূলক করা হয়েছে।
আসছে পহেলা নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া (ওয়াক-ইন) কোনো আবেদন আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবেই বিদেশে অবস্থিত বিভিন্ন বাংলাদেশি দূতাবাস, হাই কমিশন ও কনস্যুলেটে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলছে। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখে কনস্যুলেটে উপস্থিত হয়ে প্রক্রিয়াটি শেষ করতে হবে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, মেইন, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও ভারমন্ট অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীরা এনআইডি সেবায় আগ্রহ দেখিয়েছেন। আবেদনকারীর চাপ ও পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে কনস্যুলেট সাময়িকভাবে ‘ওয়াক-ইন’ সেবাপ্রার্থীদের নির্দিষ্ট সংখ্যায় সুযোগ দিয়ে আসছিল, যা এখনও সীমিত আকারে চলছে।
তবে পরিবর্তিত পরিস্থিতি ও সেবার মান উন্নয়ন করতে আসছে পহেলা নভেম্বর থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে বলে কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের অনলাইন আবেদন সম্পন্নের সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে এবং নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ কনস্যুলেটে উপস্থিত হতে হবে।
