রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে।
সংগৃহিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল সোয়া ৫টায় এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন প্রধান উপদেষ্টা। সে সময় নির্বাচনের আগে প্রশাসনে যে কোনো ধরনের বদলি বা পদায়ন সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানেই হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন সরকারপ্রধান।
বৈঠকে নির্বাচন পূর্ব প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ, এবং নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে।
