আগ্রহী ক্রেতাদের বেশিরভাগই ছিল তিন আয়োজক দেশের।
হতে সংগৃহিত
২০২৬ বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের উন্মাদনাও তত বাড়ছে। প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আগ্রহী ক্রেতাদের বেশিরভাগই ছিল তিন আয়োজক দেশের। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকরা টিকেট কিনেছেন।
প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যদিও এখন পর্যন্ত কেবল ২৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে আসরটি।
টিকেট কেনার সংখ্যায় শীর্ষ ১০ দেশের তালিকায় তিন আয়োজকের পর যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
কোন ম্যাচে কত টিকেট বিক্রি হয়েছে, তার কোনো নির্দিষ্ট সংখ্যা অবশ্য জানায়নি ফিফা।
প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারিতে নির্বাচিত সমর্থকরা টিকেট কেনার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ অক্টোবর। ১০৪টি ম্যাচের একক টিকেটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকেট কেনা যাবে।
টিকেটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। বেশিরভাগ ম্যাচেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলারের মধ্যে।
দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিতরা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকেট কিনতে পারবেন। ৫ ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি।
