লা রিভে শরৎ সম্ভারের সাথে বর্ষপূর্তিতে বিশেষ ছাড়। কে ক্র্যাফটে রয়েছে শরতের পোশাক।
সাদা কাশবন আর নীল আকাশে সাদা মেঘের ভেলা- প্রকৃতিতে শরতের এই রংয়ের খেলার সাথে মিল রেখে দেশি ফ্যাশনঘরগুলো নিজেদের রাঙায় প্রতি বছর। এবারও তেমন ব্যতিক্রম ঘটেনি।
শরতের সাথে ১৬ বছরপূর্তিতে লা রিভ

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস এক বিজ্ঞপ্তিতে বলেন, “এই বছর আমাদের থিম ’পাওয়ার অফ সিক্সটিন: লিগ্যাসি ইন এভরি স্টিচ’। ১৬ বছর আগে দেশি পোশাকে আন্তর্জাতিক মানের প্যাটার্ন, প্রিন্টস্টোরি ও ডিটেইলস ডিজাইন করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল লা রিভ। আর এখন ডিজাইনের দক্ষতা, ফ্যাশন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের প্রসার বেড়েছে অনেকদূর। ”
এই পূর্তি উপলক্ষ্যে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলেই থাকছে সেলিব্রেশন মগ, ক্যাপ ও টোটে ব্যাগ। এছাড়াও থাকছে বেশকিছু ‘সারপ্রাইজ অফার’।
পাশাপাশি এই প্রতিষ্ঠান নিয়ে এসছে ‘লা রিভ ফল কালেকশন ২০২৫’, পোশাকের নকশার বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘ইনডাল্জ’ বা মগ্ন হওয়া।

এই সংগ্রহে দেখা যাবে এক্সক্লুসিভ ‘স্ট্রেচড্ জ্যাকার্ড’ ও স্ট্রেচড সাটিন ফেব্রিকে তৈরি পোশাক। এছাড়াও জুম, ক্রেপ, ভিসকোস, নিট, জর্জেট, প্রিমিয়াম জ্যাকার্ড ও সুতিও আছে।
বিজ্ঞপ্তিতে জানানো এবার ‘গানাশ’ (চকলেট-ব্রাউন) এবং ‘আর্জেন্ট অরেঞ্জ’ (উজ্জল কমলা) রং প্রাধান্য দেয়া হয়েছে।
শরতে কে ক্র্যাফট-এর আয়োজন
প্রকৃতির সৌন্দর্যকে পোশাকে তুলে ধরার প্রচেষ্টায় প্রতিবারের মতোই শরৎ উপলক্ষ্যে থাকছে নীল-সাদা সাথে আরও নানান রংর সম্মিলন।
ফ্লোরাল, জামদানী, ট্র্যাডিশনাল সহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে রয়েছে- শাড়ি, সালওয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে- সুতি, জ্যাকার্ড কটন, ভয়েল, হাফ সিল্ক ফ্যাব্রিক। চলতি ফ্যাশন ট্রেন্ড এবং ফিউশন ধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হাতের কাজ।
শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশের অনুপ্রেরণায় সাদা ও নীল রং ছাড়াও নেওয়া হয়েছে আকাশী, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, ভায়োলেট, পেইল পিঙ্ক, নীলের নানান শেইড।
সংগৃহীত