“সার্বিক দায়িত্ব ভোটে অংশগ্রহণ করা।“
হতে সংগৃহিত
এবারের দুর্গোৎসবের মতই ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘উৎসবমুখর পরিবেশে’ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
মঙ্গলবার দুপুরে নগরীরে জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের পূজা পরিদর্শনে এসে কথা বলছিলেন এই উপদেষ্টা।
ফারুক-ই-আজম বলেন, “আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন বিকল্প নেই। আমরা আর পশ্চাতে যেতে পারব না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতিকে যাতে সমৃদ্ধির দিকে নিতে পারি সেটার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নিয়োজিত আছি।
“আজকের এই পূজার মত উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। যার যা দায়িত্ব তা আমরা পালন করব। সার্বিক দায়িত্ব ভোটে অংশগ্রহণ করা। যা এই সময়ের একটি অনিবার্য প্রেক্ষিত। আমরা ঐক্যবদ্ধভাবে সেই দিকে এগিয়ে যেতে চাই।”
তিনি বলেন, বাঙালির জাতীয় চেতনার মধ্যে দুর্গোৎসব অনাদিকাল থেকে জীবনের অংশ।
দুর্গোৎসবকে ‘সর্বজনীন উৎসব’ বর্ণনা করে তিনি বলেন, এবারের আয়োজনকে সাবলীল করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে।
“এটার সার্বিক একটা রূপ আছে। যেমন ধর্মীয় আছে, তেমনি নানা ধর্মের মানুষ উৎসব আয়োজনে সামিল হয়।
“সকাল থেকে আমি কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছি। কাঠগড়ে একটি মণ্ডপে গিয়েছি। পরিসর সংকীর্ণ হলেও তাদের হৃদয় প্রসারিত এবং আনন্দের উচ্ছ্বাসও উপলব্ধি করা গেছে। আগ্রাবাদে একটি মণ্ডপে গিয়েছি। একতা গোষ্ঠী, তারা সম্প্রীতির এক অনন্য প্রদর্শনী আয়োজন করেছে।”
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল থেকে নগরীর পূজা মণ্ডপগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মণ্ডপে ঘুরে ঘুরে বৃদ্ধ, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষকে দেবী বন্দনা করতে দেখা গেছে।
অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শেষে হয় অঞ্জলী দেন ভক্তরা। তারা সকাল থেকে উপবাস করে পূজার অঞ্জলি দেন, তারপর চরণামৃত ও প্রসাদ নিয়েছেন।
বেলা দেড়টার দিকে শুরু হয় অষ্টমী পূজার অন্যতম অংশ সন্ধি পূজা। তার আগে সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এরআগে সোমবার ও রোববার ষষ্ঠী ও সপ্তমীতেও আগ্রাবাদ, পাথরঘাটা, কোতোয়ালী, ফিরিঙ্গি বাজার, আসকার দিঘীর পাড়, দেওয়ানজি পুকুর পাড়, চেরাগী পাহাড় মোড়, জামালখান, কাট্টলী, নালাপাড়া, সদরঘাটসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলোয় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।