বৃহস্পতিবার থেকে দেখা যাবে ‘পারফেক্ট ওয়াইফ’।
সংগৃহিত
বয়সে তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছেন ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে ফিকশনটি। ‘পারফেক্ট ওয়াইফ’ ফিকশনে এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন দীপ, আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই।
ফিকশনের চিত্রনাট্যে দেখা যাবে, প্রেম করে বিয়ে করেন দীপ ও আরিয়ানা। বাবার একমাত্র ছেলে হওয়ায় কোনো কাজ করতে হয় না তাকে। এ নিয়ে প্রায়ই ঝগড়া হয় আরিয়ানার সঙ্গে।
একদিন তাদের বাড়িতে বেড়াতে আসেন তার বন্ধু ও বন্ধুর স্ত্রী। তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহ কেন সেই গল্পই দেখা যাবে ফিকশনে।
বিজ্ঞপ্তিতে ফিকশনটি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, “পুরুষদের দৃষ্টিভঙ্গিতে মনের মত বউ বলে একটা বিষয় কাজ করে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়ত সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাঙ্খাকে প্রশ্ন করতেই নির্মাণ করা হল ‘পারফেক্ট ওয়াইফ’। আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।”
ফিকশন নিয়ে অভিনেতা দীপ বলেন, “আমার চরিত্রটি হল আইনজীবী বাবার বখে যাওয়া সন্তানের। আমার অনেক কিছুরই অভাব নেই কিন্তু আমি কী পারফেক্ট? এমন অনেক বিষয় খুব মজার ছলে গল্পটিতে বলার চেষ্টা আছে। আমরা খুব মজা করে কাজ করেছি, আশা করছি দর্শকরাও মজা পাবেন। আর গল্পের শেষে দারুণ টুইস্ট আছে।”
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘পারফেক্ট ওয়াইফ’।
