পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় গ্রাম কাফর কুদে ঘটনাটি ঘটেছে। গ্রামটি জেনিন শহরের নিকটবর্তী।
সংগৃহিত
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশের সন্ত্রাস দমন ইউনিট ইয়ামাম এর কর্মকর্তারা।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় গ্রাম কাফর কুদে ঘটনাটি ঘটেছে। গ্রামটি জেনিন শহরের নিকটবর্তী।
পুলিশ জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত জানায় ওই গ্রামে বসে একটি সন্ত্রাসী চক্র হামলার পরিকল্পনা করছে। তাদের এ তথ্যের ভিত্তিতে ইয়ামামের কর্মকর্তারা শিন বেত ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সহায়তা নিয়ে ওই গ্রামে অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গ্রামের একটি গুহা থেকে তিন ব্যক্তি বের হয়ে আসার পর ইয়ামামের স্নাইপাররা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তাদের গুলিতে তিনজনই নিহত হন।
এর কিছুক্ষণ পর ইসরায়েলি বিমান বাহিনী ওই গুহা লক্ষ্য করে ওই এলাকায় বিমান হামলা চালায়। আইডিএফ জেনিন এলাকায় বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শিন বেতের নির্দেশনা অনুযায়ী বিমান হামলাটি চালানো হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
এর আগে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছিল, জেনিন এলাকার কাফর কুদ গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলির লড়াই চলছে।
