নারায়ণের দোকানে পণ্য কিনতে গিয়ে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন এক ক্রেতা।
হতে সংগৃহিত
নেত্রকোণার মোহনগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের থানার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান।
নিহত ৪০ বছর বয়সী নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে।

থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান চালাতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, নারায়ণের দোকানে পণ্য কিনতে গিয়ে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন এক ক্রেতা। তখন তিনি বিষয়টি আশেপাশের লোকজনদের জানান এবং থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল বলেন, “দোকানের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।