বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
হতে সংগৃহিত
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুয়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ঘর থেকে বের হওয়ার সময় এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
রোববার রাতে উপজেলার সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী।
দগ্ধ বাসন্তী রানী সাহা (৮০) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাশে কালো ধোঁয়া দেখে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। জায়গার সীমাবদ্ধতার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।
তবে আগুন নেভানোর আগে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়ির আসবাবপত্র, জামাকাপড়, বই-খাতাসহ সবকিছুই পুয়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের সঞ্জয় সরকারের বাসার প্লাস্টিকের থাই সিলিং, বৈদ্যুতিক ফ্যান ও লাইটসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিনশেডের বাড়ি হওয়ায় পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মনজুর ফরাজী। তিনি বলেন, সকলের সহযোগিতা পাশের বাড়িগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
