“আরও দেরি করার চিন্তা করলে ড. মুহম্মদ ইউনূসের জন্য সুবিধা হবে না,” বলেন তিনি।

Published : 01 Aug 2025, 12:00 AM
অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ফেব্রুয়ারির পরে নির্বাচনের তারিখ গেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘সম্মান ক্ষুণ্নের সম্ভাবনাও দেখছেন’ তিনি।
ফখরুল বলেছেন, “দেশের সাধারণ মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আরও দেরি করার চিন্তা করলে ড. মুহম্মদ ইউনূসের জন্য সুবিধা হবে না।
“আমরা বলব, সংস্কার-বিচার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে যে ডেডলাইন, সে অনুায়ী নির্বাচন দিন। এর পরে হলে আপনি (মুহাম্মদ ইউনূস) যে সম্মান নিয়ে এসেছেন, সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা থাকবে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব।
সাধারণ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন বোঝে না মন্তব্য করে তিনি বলেন, “সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা নির্বাচন হোক, সে নির্বাচন থেকে নতুন সরকার আসুক। যে সরকার তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে পাঠাতে চায়। এটা খুব সহজ হিসাব।”
তিনি বলেন, ‘‘এই যে বিষয়গুলো তৈরি করা হচ্ছে, কেন? এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন? এর পেছনে আপনি যদি মনে করেন এমনি এমনি করা হচ্ছে তা নয়। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে।
“এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে, যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রবর্তন করে।”
‘আলামত ভালো নয়’
দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।
“আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি। চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু চোখ-কান খোলা রাখেন। দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলোর আলামত ভালো না। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে,” বলেন তিনি।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যদি সতর্ক না থাকি তাহলে এক-এগারোর মত ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা : আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী’ শীর্ষক আলোচনা সভার শুরুতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও ফোরামের মহাসচিব কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব কামাল হোসেন, মোহাম্মদ আলী বক্তব্য দেন।